A letter from Aug 19, 2024

Time Travelled — 12 months

Peaceful right?

Dear FutureMe, I am writing to you a letter. To me, actually, but it's the same regardless. Or is it? I am sure when I, which is you, receive this letter a year from now, I will have changed a lot. I hope you will be in the third year of your university studies. Also, I hope you would have managed to hold on to your grades. Grades are the only thing that you have had the chance to gloat about, though we do gloat in quite a humble, subdued way. Still, pride exists, however well disguised within layers of humility. Another thing I hope for, though, in futility is the emergence of a certain someone. I understand that it is hard to make a place in my heart as I am writing this, but maybe that will change in the future, and you will have someone who makes you feel warm and happy whenever you think of her(or him, wink wink). As I am writing this, the date is the 19th of August, and the year is 2024. It's quarter to eight in the evening. You were reading "একাত্তরের দিনগুলি" by the luminous Jahanara Imam. I have read the memoir up to September. Jami and Sharif have returned from the interrogations without Rumi. I will write the next part in Bangla because of this book. উপন্যাসের শেষদিকে আমরা। তবে এই শেষের সবে শুরু। জাহানারা ইমাম এর সাবলীল পরিমিত লেখনির দরুন উপন্যাস এর মধ্যে কোন অপ্রয়োজনীয় জটিলতা নেই। নেই কোন দাম্ভিকতা। পড়লে মনে হবে যেন আমরাও তার বাড়ির সদস্য। মুক্তিযুদ্ধের সময়কালীন যেসব ঘটনাবলি এর বর্ণনা রয়েছে বইয়ে তার মধ্যে শুধু তার নিজের নয় বরং আরও অনেক মানুষের প্রত্যক্ষ ঘটনার স্মৃতিচারণ। এছাড়াও উপন্যাসটি কালানুক্রমিক হওয়ায় মনে হয় যেন আমিও ঠিক একি সময়ের বাসিন্দা। মাত্র কিছুদিন আগেই জুলাই বিপ্লব এর ক্ষান্তি ঘটে এবং বাংলাদেশের ছাত্রদের হাতে হয় বাংলার দ্বিতীয় মুক্তি। এই মুক্তির সংগ্রামে আমিও খুবই নগণ্য ভুমিকা পালন করেছি যার জন্য একটু হলেও আমি গর্বিত। আগেও অনেক আন্দোলন হয়েছে যার সাথে আমি একমত হলেও আমি শারীরিকভাবে সেই একমত প্রকাশ করিনি মানে রাজপথে নামিনি। তবে এবার আমি নেমেছি এবং একদম সামনে থেকে যুদ্ধ(অনেক দামি শব্দ ব্যাবহার করে ফেললাম) করেছি। ইটপাটকেল মারা আর চড়া গলায় স্লোগান দেওয়ার মধ্যেই শরীরের মধ্যে যে আগুন ধরে যায় তা তুলনাহরিত। এতদিন পরে এসে বুঝলাম বিপ্লব কি। এবং কেন প্রত্যেক মানুষের উচিত নিজ বিশ্বাস কে রক্ষা করতে রাজপথে নামা। তাই বলে শুধু রাজপথে নামার জন্য আর একটু বিপ্লব অনুভব করার জন্য যদি কেউ নামে তাহলে সে কখনই বিপ্লবের আসল স্বাদ পাবে না। বিশ্বাসের স্তম্ভে নাড়া পড়তে পড়তে একমাত্র চরম তিতিক্ষার ভঙ্গ ঘটলেই মনের ভিতরে যে চাপা ক্ষোভ এর বিকট বিস্ফোরণ ঘটে তারই নাম বিপ্লব। মন থেকে তা ছড়িয়ে পড়ে সমস্ত দেহে। দেহের এই ঠাই এ বিপ্লব সন্তুষ্ট নয়। বিপ্লব আরও ছড়াতে চায়, ত্বরান্বিত হতে চায়। শুরুতে ধির হলেও বিপ্লবের ছড়ানোর গতি বাড়তেই থাকে। বিপ্লবের শিখা আগুনের থেকেও হিংস্র এবং বিপ্লবধারী বুক ইস্পাতকঠিন। এর কারন বিপ্লবে আছে বিশ্বাস। বিপ্লব আগুনের মত সংজ্ঞাহীন অচেতন নয় বরং সচেতনতাই বিপ্লবের কেন্রমুল। এই সচেতনতার কারণেই বিপ্লব নেভানো অসম্ভব। একদম শুরুতে তা নেভানো গেলেও, বিপ্লবের অঙ্গার জ্বলতেই থাকবে যতদিন না বিপ্লবের ক্ষুধার নিবারন ঘটবে। Anyways hope you are not as stubborn. I don't know if you have made any new friends, but if you have hope, they are good people. And I sincerely hope that your old friends are still in your life. Also, I hope you have gone through some very embarrassing ordeals in your university life, even though till now I haven't. What songs are you listening to? Also, I really hope you are still reading books. It would be an absolute dream if it were even more than that now. I also hope you have relinquished on our constant hunger for new books. The premier league has just begun. Man City won 2-0 over Chelsea. I hope they come out with great things at the end. Finally, I hope you are still a good person. After all, that is what we ultimately strive to be regardless of everything else. If you doubt yourself on this, why not see Being There again? Thats it. A year from now, maybe you will not even be alive. Or you have a completely different life. But whatever it is I sincerely hope that it is for the good. And if it isn't, no worries cause we don't even believe in that satisfactory life bs, anyway. Goodbye. And we shall meet again.

Load more comments

Sign in to FutureMe

or use your email address

Don't know your password? Sign in with an email link instead.

By signing in to FutureMe you agree to the Terms of use.

Create an account

or use your email address

You will receive a confirmation email

By signing in to FutureMe you agree to the Terms of use.

Share this FutureMe letter

Copy the link to your clipboard:

Or share directly via social media:

Why is this inappropriate?